যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রস্তুত জেলেনস্কি

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৬ আপডেট: : ১৯ আগস্ট ২০২৫, ১৪:৩৮

ওয়াশিংটন, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার জানিয়েছেন, তিনি যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। তিনি জানান, এটি হবে রাশিয়ার আক্রমণের পর প্রায় সাড়ে তিন বছরে পুতিনের সঙ্গে তাঁর প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

জেলেনস্কি বলেন, “আমি নিশ্চিত করেছি- এবং সকল ইউরোপীয় নেতাই আমাকে সমর্থন করেছেন- আমরা পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রস্তুত।”

রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতির প্রেক্ষিতে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার জন্য অব্যাহত চাপের মুখে পড়েছেন জেলেনস্কি।

হোয়াইট হাউস বৈঠকের আগে ট্রাম্প ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দিতে এবং ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করতে বলেন- যা পুতিনের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম।

তবে জেলেনস্কি জোর দিয়ে বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছেন।

তাঁর অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, “এটি ছিল আমাদের সেরা বৈঠক। আমি মানচিত্র দেখিয়ে বিশেষ করে যুদ্ধক্ষেত্রের বর্তমান অবস্থা সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করতে পেরেছি।”

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ইউক্রেনের পক্ষ থেকে কোনো ছাড় নয়, বরং শান্তি চুক্তির সম্ভাব্য পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়েছে।

ট্রাম্প বলেন, এই নিরাপত্তা নিশ্চয়তা “যুক্তরাষ্ট্রের সমন্বয়ে বিভিন্ন ইউরোপীয় দেশ দ্বারা প্রদান করা হবে।”

জেলেনস্কি আরও বলেন, “এটি গুরুত্বপূর্ণ যে যেসব দেশ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় অংশীদার, সমন্বয়কারী এবং সহায়তাকারী হবে যুক্তরাষ্ট্র তাদের মধ্যে থাকবে বলে তারা স্পষ্ট বার্তা দিক।”

তিনি জানান, এই পরিকল্পনাগুলো “আগামী এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে কোনোভাবে আনুষ্ঠানিকভাবে রূপ নিবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০