গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস: হামাস কর্মকর্তা

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:০২

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। গত ২২ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে নতুন কূটনৈতিক প্রচেষ্টার পর সোমবার হামাস গাজার জন্য একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে বলে জানিয়েছেন হামাসের একজন জ্যেষ্ঠ সদস্য।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত মধ্যস্থতাকারী মিশর এবং কাতার, এই সংঘাত নিরসনে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে চেষ্টা করে আসছে। দীর্ঘ এই সংঘাতে গাজা উপত্যকায় একটি ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি করেছে।

তবে মধ্যস্থতাকারীদের কাছ থেকে একটি নতুন প্রস্তাব পাওয়ার পর, হামাস বলেছে যে তারা আলোচনার জন্য প্রস্তুত।

মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাবে সম্মত হয়ে তাদের প্রস্তাব জমা দিয়েছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম ফেসবুকে লিখেছেন, আমরা আল্লাহ’র কাছে প্রার্থনা করি যেন আমাদের জনগণের ওপর এই যুদ্ধের আগুন নিভিয়ে দেন।’

এর আগে হামাসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে যে, ‘কোনও সংশোধনীর অনুরোধ ছাড়াই’ তারা প্রস্তাবটি গ্রহণ করেছে’।

মিশর জানিয়েছে, তারা এবং কাতার নতুন প্রস্তাবটি ইসরাইলের কাছে পাঠিয়েছে। ইসরাইল এখনও কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে মিশর। 

আলোচনার সাথে পরিচিত একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা ‘একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেবেন এবং আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি তারিখ নির্ধারণ করবেন’ বলে আশা করা হচ্ছে। তারা আরো বলেছেন, এতে বাস্তবায়ন নিশ্চিত করার এবং একটি স্থায়ী সমাধান অনুসরণ করার জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে।

মিশরের রাষ্ট্র-পরিচালিত সংবাদমাধ্যম আল-কাহেরা-র একটি প্রতিবেদন অনুসারে জানা গেছে, চুক্তিতে প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতি, আংশিক জিম্মি মুক্তি, কিছু ফিলিস্তিনি বন্দীর মুক্তি এবং সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার বিধানের প্রস্তাব করা হয়েছে।

ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর এবং কাছাকাছি শরণার্থী শিবিরগুলো জয় করার পরিকল্পনা অনুমোদন করার এক সপ্তাহেরও বেশি সময় পরে এই প্রস্তাবটি এসেছে, যা আন্তর্জাতিকভাবে সমালোচনার পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধিতার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০