২০২৪ সালে রেকর্ড ৩৮৩ সাহায্য কর্মী নিহত : জাতিসংঘ

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ড ৩৮৩ জন সাহায্য কর্মী নিহত হয়েছেন। 

এই পরিসংখ্যান ও জবাবদিহিতার অভাবকে আন্তর্জাতিক উদাসীনতার ‘লজ্জাজনক অভিযোগ’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক সংস্থাটি সতর্ক করেছে যে, এই বছরের হতাহতের সংখ্যাও একই রকম উদ্বেগজনক।

বিশ্ব মানবতা দিবসে জাতিসংঘ জানিয়েছে, ২০২৪ সালের সংখ্যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি। 

সংস্থাটি জানায়, ‘গাজায় চলমান সংঘাতের কারণে ১৮১ জন মানবতাবাদী কর্মী নিহত হন। এছাড়া সুদানে ৬০ জন মানবতাবাদী প্রাণ হারান।’

এতে বলা হয়েছে, ২০২৪ সালে এই হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রীয় সংস্থাগুলো দায়ী ছিল।

জাতিসংঘ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই স্থানীয় সহায়তা কর্মী এবং কর্তব্যরত অবস্থায় তারা প্রাণ হারান অথবা নিজ বাড়িতে আক্রমণের শিকার হয়ে মারা যান।

গত বছর নিহতদের পাশাপাশি ৩০৮ জন সাহায্য কর্মী আহত, ১২৫ জন অপহৃত ও ৪৫ জনকে আটকও করা হয়।

জাতিসংঘের সাহায্যসংস্থার প্রধান টম ফ্লেচার বলেন, ‘একজন মানবিক সাহায্যকর্মীর ওপর একটি আক্রমণ মানে আমাদের সকলের ওপর আক্রমণ। এমনকি এই আক্রমণ আমরা যাদের সেবা করি, তাদের ওপরও আক্রমণ।’

তিনি আরো বলেন, এই মাত্রার আক্রমণ, যেখানে কোনও জবাবদিহিতা নেই, আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা ও  উদাসীনতার লজ্জাজনক উদাহরণ।

টম ফ্লেচার বলেন, মানবিক সম্প্রদায় হিসেবে, আমরা আবারও দাবি করছি- ক্ষমতাবান এবং প্রভাবশালীরা মানবতার জন্য কাজ করুন, বেসামরিক নাগরিক ও সাহায্য কর্মীদের সুরক্ষা দিন এবং অপরাধীদের জবাবদিহি করুন।’

এইড ওয়ার্কার সিকিউরিটি ডাটাবেসের অস্থায়ী পরিসংখ্যান দেখায় যে, ১৪ আগস্ট পর্যন্ত এই বছর ২৬৫ জন সাহায্য কর্মী নিহত হয়েছেন।

জাতিসংঘ পুনর্ব্যক্ত করেছে যে, সাহায্য কর্মী এবং কার্যক্রমের ওপর আক্রমণ আন্তর্জাতিক মানবতা আইনের লঙ্ঘন এবং যুদ্ধ ও দুর্যোগ অঞ্চলে আটকা পড়া লাখ লাখ মানুষের জীবন রক্ষাসূচকের রেখাগুলোকে ক্ষতিগ্রস্ত করে।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী ও মানবিক বিষয়ক আন্ডার- সেক্রেটারি-জেনারেল ফ্লেচার বলেন, ‘সহায়তা কর্মীদের বিরুদ্ধে সহিংসতা অনিবার্য নয়। এটা অবশ্যই বন্ধ করতে হবে।’

এদিকে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, তারা এই বছর এ পর্যন্ত ১৬টি অঞ্চলে স্বাস্থ্যসেবার ওপর ৮০০টিরও বেশি আক্রমণের সত্যতা যাচাই করেছে, যার মধ্যে ১ হাজার ১১০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী ও রোগী নিহত এবং শত শত আহত হয়েছে।

কারণ, বাগদাদে জাতিসংঘের সদর দপ্তরে বোমা হামলায় জাতিসংঘের অধিকার প্রধান সার্জিও ভিয়েরা ডি মেলো ও আরও ২১ জন মানবতাবাদী নিহত হন। তাদের স্মরণে ২০০৩ সালে সেই দিনটিকে বিশ্ব মানবতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুয়াকাটায় বাজারে মিললো ২৪ কেজির কোরাল 
বগুড়ায় বিশ্ব আলোকচিত্র দিবসে র‌্যালি ও আলোচনা সভা
ইউক্রেন সংকট সমাধানে শান্তিপূর্ণ প্রচেষ্টাকে সমর্থন চীনের
সনদপত্রসহ মেধাবৃত্তি পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী
প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : আইন উপদেষ্টা
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
১০