ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
তিনি সোমবার বলেছেন, আলোচনায় ইউক্রেনকে তার ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয়।
এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছেড়ে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন তিনি।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউসের আলোচনার পর মের্জ সাংবাদিকদের বলেন, ডনবাসের যে অংশটিকে ইউক্রেন নিয়ন্ত্রণ করছে, সেটি ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার দাবি, ‘যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ছেড়ে দেওয়ার প্রস্তাবের মতোই হাস্যকর’।
ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলাস্কায় স্বাগত জানানোর তিন দিন পর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শীর্ষ ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে যোগ দেন মের্জ।
মের্জ বলেন, ‘আলোচনার ফাঁকে টেলিফোনে পুতিন ও ট্রাম্প ‘আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত হয়েছেন।’
গত ২৮শে ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছিলেন যে, ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছাড়তে হবে।
ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে এবং পরবর্তীতে ডনবাস অঞ্চলের কিছু অংশকে সংযুক্ত করার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।
মের্জ বলেন, ট্রাম্প ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য প্রস্তুতির কথা বলেছেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট নিজেই ইউরোপীয়দের ওপর এই দায়িত্ব চাপিয়েছেন।
তিনি বলেন, ‘মূল কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তার নিশ্চয়তা দিতে এবং ইউরোপীয়দের সঙ্গে এটি সমন্বয় করতে প্রস্তুত। শান্তি চুক্তি হলে ইউক্রেনের জন্য উপযুক্ত নিরাপত্তার নিশ্চয়তা থাকবে।’