ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:১৯

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চার ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। 

মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানায় দেশটির  রাষ্ট্রীয় গণমাধ্যম।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, ‘ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যায় জড়িত এক অপরাধীকে মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।’ 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইরান।

ইরান সাধারণত ভোরে ফাঁসি দিয়ে জনসমক্ষে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে।

মিজান বলেন, ‘অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা ও তিন সন্তানকে হত্যা করেছিল।’ 

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই রায় নিশ্চিত করে।

মিজান জানায়, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হবে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
ভারতের প্রধানমন্ত্রী চীন সফর করবেন: নিরাপত্তা প্রধান
১০