ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:১৯

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চার ব্যক্তিকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। 

মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে প্রকাশ্যে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানায় দেশটির  রাষ্ট্রীয় গণমাধ্যম।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির বিচার বিভাগের নিউজ পোর্টাল মিজান জানিয়েছে, ‘ফারস প্রদেশের বেইরামে এক পরিবারের চার সদস্যের নৃশংস হত্যায় জড়িত এক অপরাধীকে মঙ্গলবার জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছে।’ 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যার দিক থেকে চীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ইরান।

ইরান সাধারণত ভোরে ফাঁসি দিয়ে জনসমক্ষে অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে।

মিজান বলেন, ‘অভিযুক্ত ওই ব্যক্তি ও তার স্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ডাকাতির সময় এক মা ও তিন সন্তানকে হত্যা করেছিল।’ 

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট এই রায় নিশ্চিত করে।

মিজান জানায়, ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যুদণ্ড কারাগারেই কার্যকর করা হবে, তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০