ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : চীন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ‘সকল প্রচেষ্টা’কে সমর্থন করে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত হওয়ার পর তারা একথা জানালো।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন সর্বদা বিশ্বাস করে সংলাপ ও আলোচনাই ইউক্রেন সংকটের একমাত্র সমাধান।’
তিনি বলেন, ‘আমরা শান্তির জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি।’