স্পেনে দাবানলে আরও ৩০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৬:০২

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : পশ্চিম স্পেনের তীব্র দাবানলে ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে অতিরিক্ত ৩০ হাজার হেক্টর (৭৪,০০০ একর) জমি পুড়ে গেছে। তবে শীতল তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের আশা জাগিয়ে তুলেছে। 

মঙ্গলবার স্যাটেলাইট তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মাদ্রিদ থেকে একথা জানিয়েছে।

ইউরোপীয় বন অগ্নি তথ্য ব্যবস্থা জানিয়েছে, স্পেনে এ বছর এই ভয়াবহ দাবানলে মঙ্গলবার পর্যন্ত প্রায় ৩৭৩ হাজার হেক্টর (৯২২,০০০ একর) জমি পুড়ে গেছে।

এটি ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে। ওই সময়ে ৩০৬ হাজার হেক্টর জমি আগুনে পুড়ে যায়।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জামোরা ও লিওন, গ্যালিসিয়ার ওরেন্স প্রদেশ এবং পশ্চিমাঞ্চলীয় অঞ্চল এক্সট্রেমাদুরার ক্যাসেরেসে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এই বিপুল সংখ্যক জমির বেশিরভাগ পুড়ে গেছে।

কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রাম থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগটির কারণে বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং মাদ্রিদ ও গ্যালিসিয়ার মধ্যে রেল পরিষেবা স্থগিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার জামোরা ও ক্যাসেরেসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন এখনও নিভে যায়নি। তবে ১৬ দিনের তাপপ্রবাহের সমাপ্তি দমকলকর্মীদের জন্য পরিস্থিতির উন্নতি করেছে।

ক্যাস্টিল ও লিওনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নিকানোর সেন বলেছেন, সর্বোচ্চ তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস কমেছে এবং আর্দ্রতার মাত্রা বেড়েছে।

তিনি পাবলিক ব্রডকাস্টার টিভিই’কে বলেন, ‘এই পরিবর্তনগুলো আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পরিস্থিতি সহজ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
১০