বেনিনে বাস সেতু থেকে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:৫৫

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সেতু থেকে একটি বাস উইমি নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। আজ মঙ্গলবার উদ্ধারকারীরা জানান, গত শুক্রবারের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার হয়েছে।

বেনিনের কতোনৌ শহর থেকে এএফপি এ খবর জানায়।

দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক আবদেল আজিজ বায়ো জিব্রিল স্থানীয় একটি রেডিওকে জানান, উদ্ধারকারীরা বাসটি পানিতে নিমজ্জিত অবস্থায় ২৩ জনের এবং নদী থেকে আরো তিন জনের লাশ উদ্ধার করেছেন। এছাড়া গত রোববার একজনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যম লা নেশন জানায়, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। বাস দুর্ঘটনায় আহত ৯ জনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন নাগরিক সুরক্ষা কর্মী এএফপিকে বলেন, নিখোঁজ ১৬ জনকে খুঁজে পেতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আবদেল আজিজ বায়ো জিব্রিল বলেন, ‘বাসটি সরাসরি পানিতে পড়ে গেলেও সঙ্গে সঙ্গেই ডুবে যায়নি। চেষ্টা করে অনেকেই বের হতে পেরেছেন। তবে যারা সাঁতার জানে না এবং চেষ্টা চালিয়ে বাস থেকে বের হতে পারেনি, তাদের মরদেহ উদ্ধার হচ্ছে।’

এসটিএম কোম্পানির বাসটি ৫২ জন যাত্রী নিয়ে টোগো থেকে লোমের দিকে রওয়ানা হয়েছিল। কিন্তু পথিমধ্যে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
১০