মেটাকে শিশুদের জন্য সংবেদনশীল চ্যাটবট সরানোর আহ্বান ব্রাজিলের

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:৫৭

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): ব্রাজিল সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে তাদের প্ল্যাটফর্ম থেকে শিশুদের জন্য সংবেদনশীল চ্যাটবট সরানোর আহ্বান জানিয়েছে।

সোমবার দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর (এজিইউ) এ তথ্য জানায়।

ব্রাসিলিয়া থেকে এএফপি জানায়, মেটার প্ল্যাটফর্মসমূহ—ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ— ব্যবহারকারীরা কোম্পানির জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই স্টুডিও) ব্যবহার করে এমন সংবেদনশীল বট তৈরি ও কাস্টমাইজ করছে। 

এক বিবৃতিতে এজিইউ জানায়, মেটাকে ‘অবিলম্বে’ এমন সব কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট সরাতে হবে, যেগুলো শিশুসুলভ ভাষা ও চেহারার প্রোফাইল অনুকরণ করে এবং যৌন উত্তেজক সংলাপে অংশ নিতে প্রলুব্ধ করে।

সংস্থাটি গত সপ্তাহে মেটাকে পাঠানো এক নোটিশে এসব বটের প্রসারের জন্য নিন্দা করেছে এবং বলেছে এগুলো ‘শিশুদের ইরোটিকাইজেশনকে উৎসাহিত করে’।
নোটিশে বটের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের একাধিক যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনের উদাহরণও উল্লেখ করা হয়।

এজিইউ বলেছে, ব্রাজিলে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আদালতের আদেশ ছাড়াই ব্যবহারকারীদের তৈরি বেআইনি কনটেন্ট সরাতে হবে, এটি মেটাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ আমেরিকার এ দেশটিতে হিটালো সান্তোস নামে এক সুপরিচিত ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। তিনি ইনস্টাগ্রামে অর্ধনগ্ন নাবালকদের প্রলুব্ধকর নাচের ভিডিও প্রকাশ করেছিলেন।

গত সপ্তাহে সান্তোসকে কিশোরদের প্রতি ‘যৌন ইঙ্গিতপূর্ণ প্রদর্শনে’র অভিযোগে তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর পাওয়া যাচ্ছে না।

এ বছরের জুনে ব্রাজিলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রযুক্তি কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের তৈরি কনটেন্টের জন্য আরও বেশি দায় নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০