কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্টকে মুক্তির নির্দেশ আদালতের

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:৪০

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার একটি আদালত মঙ্গলবার দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবেকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। 

তিনি তার সাজার বিরুদ্ধে আপিল করায় আদালত এ নির্দেশ দেয়।  

এর আগে আইনের অপব্যবহারের অভিযোগে তাকে ১২ বছর গৃহবন্দী থাকার সাজা দেওয়া হয়েছিল। 

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই মাসের গোড়ার দিকে ঘোষিত তার এই সাজা কলম্বিয়ার ইতিহাসে প্রথম কোনো প্রাক্তন প্রেসিডেন্টকে বিরুদ্ধে প্রথম। তাকে সম্ভাব্য দীর্ঘতম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তাঁর বিরুদ্ধে ডানপন্থী আধাসামরিক বাহিনীকে বামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করার সময় নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে। তার সাথে তাদের যোগসূত্র সম্পর্কে মিথ্যা বলার জন্য দোষী সাব্যস্ত করা হয় তাকে। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন উরিবে।

‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত উরিবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং আমেরিকান ডানপন্থীদের সাথে তার সম্পর্ক এখনো বিদ্যমান।

৭৩ বছর বয়সী এই ব্যক্তি ১ আগস্ট থেকে তার নিজ শহর মেডেলিনের কাছে রিওনেগ্রোতে তার বাড়িতে গৃহবন্দী রয়েছেন।

তিনি তার সাজার বিরুদ্ধে আপিল করেন এবং তিনি যুক্তি দেন যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কলম্বিয়ার বামপন্থীদের দ্বারা প্ররোচিত, বর্তমানে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যার নেতৃত্বে রয়েছে।

মঙ্গলবার বোগোটার উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, উরিবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবেন। আদালত বলেছে, মনে হয় না তিনি পালিয়ে যাবেন। 

উরিবের দোষী সাব্যস্ততা বহাল রাখতে বা বাতিল করতে আদালতের ১৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। যদি সময়সীমা অতিক্রম করে, তাহলে বিচার বাতিল করা হবে এবং উরিবে মুক্তি পাবেন।

উরিবে এক্স-এ এক বার্তায় লিখেছেন ‘ঈশ্বরকে ধন্যবাদ, সংহতি প্রকাশের জন্য সহকর্মী কলম্বিয়ানদের ধন্যবাদ’। ‘আমি আমার স্বাধীনতার প্রতিটি মুহূর্ত কলম্বিয়ার স্বাধীনতার জন্য উৎসর্গ করব।’

রক্ষণশীলদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী উরিবে, প্রেসিডেন্ট থাকাকালীন মাদক কার্টেল এবং এফএআরসি গেরিলা সেনাবাহিনীর বিরুদ্ধে একটি নিরলস সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। 

তিনি কলম্বিয়ার রক্ষণশীল রাজনীতিতে এখনও যথেষ্ট প্রভাবশালী। নতুন দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে কিংমেকারের ভূমিকা পালন করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উরিবের মামলার নিন্দা করেছেন। তিনি দাবি করেছেন যে, প্রমাণ ছাড়া এটি ‘কট্টরপন্থী বিচারকদের দ্বারা কলম্বিয়ার বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার’ করায় প্রতিনিধিত্ব করে।

সাম্প্রতিক মতামত জরিপে তাকে দক্ষিণ আমেরিকার দেশটির সবচেয়ে প্রিয় রাজনীতিবিদ হিসেবে প্রকাশ করা হয়েছে।

উরিবের বিরুদ্ধে তদন্ত ২০১৮ সালে শুরু হয়েছিল। বেশ কয়েকজন অ্যাটর্নি জেনারেল মামলাটি বন্ধ করার চেষ্টা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০