পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু 

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:৫৭

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : পাকিস্তানে নতুন করে মৌসুমি বৃষ্টিপাতে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বুধবার জানিয়েছে।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত সপ্তাহে পাকিস্তানজুড়ে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেশ কয়েকটি গ্রাম ভেসে গেছে, শত শত মানুষ মারা গেছে এবং বেশ কয়েকজন মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, দেশটির অর্থনৈতনিক রাজধানী করাচিতে বন্যার পানির স্রোতের তোড়ে ঘরবাড়ি ধসে পড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

তারা আরো জানায়, বন্যায় গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি উত্তর-পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

বর্ষা মৌসুমে এই অঞ্চলে প্রায়ই ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দেয়। মৌসুমটি সাধারণত জুন মাসে শুরু হয়ে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত স্থায়ী হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চলতি মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৭৫০ জন পাকিস্তানির মৃত্যু হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবের জন্য পাকিস্তান বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম এবং দেশটি ক্রমবর্ধমানভাবে চরম আবহাওয়ার প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে।

২০২২ সালে মৌসুমি বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ অঞ্চল ডুবে যায়। এর ফলে প্রায় ১ হাজার ৭০০ লোকের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০