ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ অপসারণে রোবট মোতায়েন

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:৪২

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি ভবনে তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ অপসারণের প্রস্তুতির অংশ  হিসেবে জাপানি প্রযুক্তিবিদরা রিমোট-নিয়ন্ত্রিত রোবট মোতায়েন করেছেন। 

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

২০১১ সালের সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গলিত জ্বালানি এবং অন্যান্য ধ্বংসাবশেষ অপসারণ করা, এই বিচ্ছিন্নকরণ প্রকল্পের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এই কাজটি কয়েক দশক ধরে চলমান এবং এর জটিলতা ও বিপদ অনেক বেশি।

২০১১ সালের ৯.০ মাত্রার ভূমিকম্পের পর সৃষ্ট সুনামির কারণে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যে দুর্ঘটনা ঘটেছিল, তাতে প্রায় ৮৮০ টন বিপজ্জনক পদার্থ এখনও কেন্দ্রের ভিতরে রয়ে গেছে। এই দুর্ঘটনাটি জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে বিবেচিত হয়।

প্ল্যান্ট অপারেটর টেপকোর একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন যে, কোম্পানিটি মঙ্গলবার ক্ষতিগ্রস্ত চুল্লি ভবনগুলোর একটিতে তেজস্ক্রিয়তার মাত্রা পরিমাপ করার জন্য ‘স্পট’ এবং ‘প্যাকবট’ নামে দুটি রোবট মোতায়েন করা হয়েছে।

দুটিতেই তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য ব্যবহৃত একটি যন্ত্র, ডসিমিটার এবং কুকুরের মতো দেখতে একটি ক্যামেরা রয়েছে।

টেপকো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তদন্তের ফলাফল ‘একটি পূর্ণাঙ্গ জ্বালানি ধ্বংসাবশেষ উদ্ধার পদ্ধতি’ নির্ধারণে সহায়তা করার জন্য ব্যবহার করা হবে।

সরকারি সম্প্রচারক এনএইচকে এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে জরিপটি প্রায় এক মাস ধরে চলবে।

বিশেষ সরঞ্জাম ব্যবহার করে একটি পরীক্ষামূলক প্রকল্পের অধীনে তেজস্ক্রিয় পদার্থের ক্ষুদ্র নমুনা দুবার সংগ্রহ করা হয়েছে, তবে এখনও পূর্ণাঙ্গ নিষ্কাশন করা হয়নি।

বিশ্লেষণের জন্য নমুনাগুলো একটি গবেষণাগারে সরবরাহ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে অর্ধশতাধিক প্রতিষ্ঠানকে ওয়েস্ট বাস্কেট বিতরণ
দীর্ঘ ১৭ বছর পর ফকিরহাটে বিএনপি’র সম্মেলন
প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা গুরুত্বপূর্ণ: সিনিয়র সচিব
চট্টগ্রাম কাস্টমসের কঠোর নজরদারিতে ১১০ কোটি টাকার রাজস্ব ফাঁকি রোধ
মওলানা ভাসানী সেতু’র উদ্বোধন স্থানীয় সরকার উপদেষ্টার
উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে দেশীয় সম্পদ আহরণে জোর দিয়েছেন গভর্নর
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৩৫৬ জন
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
জামায়াতকে রাজাকার ট্যাগ দিয়ে কোনঠাসা রাখতে চেয়েছিল আওয়ামী লীগ : মাওলানা হালিম
বাড্ডায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
১০