চীন-ভারতের পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:৫৩

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : চীন ও ভারত কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় পুনরায় সরাসরি বিমান চলাচল চালু করার ঘোষণা দিয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বেইজিংয়ের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ির নয়াদিল্লি সফরের পর কর্মকর্তারা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি এরপর পাকিস্তান যাবেন।

বেইজিং এবং নয়াদিল্লি তাদের বিতর্কিত সীমান্ত নিয়ে আলোচনা এগিয়ে নিতে, পর্যটন ভিসা প্রদান পুনরায় শুরু করতে এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতেও সম্মত হয়েছে।

বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

বুধবার সিনহুয়ার এক খবরে বলা হয়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনায়, উভয় পক্ষ ‘সীমান্ত সীমানা নির্ধারণ আলোচনা এগিয়ে নেওয়ার সম্ভাবনা অন্বেষণ’ করতে সম্মত হয়েছে এবং তিনটি সীমান্ত বাণিজ্য বাজার পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছে।

২০২০ সালে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর বিশ্বের জনবহুল এই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

কিন্তু গত অক্টোবরে রাশিয়ায় এক শীর্ষ সম্মেলনে, পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ হলে সম্পর্কের বরফ গলতে শুরু করে।

আগস্টের শেষের দিকে মোদি চীন সফর করবেন । ২০১৮ সালের পর এটি হবে  তার প্রথম চীন সফর।

ওয়াং এখন পাকিস্তানে যাবেন। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এই অঞ্চলে চীনের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার।

মঙ্গলবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘ভারত ও পাকিস্তান উভয়ই চীনের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা উভয় দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বৃদ্ধি করতে ইচ্ছুক এবং আশা করি যে এই দুই দেশের মধ্যে পার্থক্যগুলো সঠিকভাবে মোকাবিলা করা যাবে।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ওয়াং শুক্রবার পর্যন্ত পাকিস্তানে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০