চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৩:৩১

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) :  উত্তর-পশ্চিম চীনে শুক্রবার নির্মাণাধীন একটি সেতুর দড়ি ছিঁড়ে সাত জন নিহত এবং নয় জন নিখোঁজ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

দেশটির পিপলস পিপলস ডেইলি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে যখন দড়িটি ছিঁড়ে যায়। তখন কিংহাই প্রদেশের হলুদ নদীর ওপর বিস্তৃত ওই সেতুতে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন।

প্রতিবেদন অনুসারে, সিচুয়ান-কিংহাই রেলওয়ের সেতুটি বিশ্বের বৃহত্তম-স্প্যান ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইয়েলো নদীর ওপর অবস্থিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ, যা দেশের দ্বিতীয় দীর্ঘতম হিসাবে পরিচিত।

পিপলস ডেইলি ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে যে আংশিকভাবে নির্মিত সেতুটির মাঝখানের অংশটি এখনও সম্পূর্ণ হয়নি, দুটি বিশাল ভারা টাওয়ার ও এর পাশে বেশ কয়েকটি ক্রেন রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।

গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জন নিখোঁজ হন। তবে ওই ঘটনায় কেউ বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।

গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ চীনের শেনজেন শহরটিতে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জন নিখোঁজ হন। বেঁচে থাকার কোনও খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে 
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এজেডএম জাহিদ হোসেনের
ফুলবাড়ীতে ধরলার ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
মানিলন্ডারিং : বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি
খুলনায় নতুন কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ শেষের পথে
চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট
বিদেশি ট্রাক চালকদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
নতুনভাবে রাজনীতি ও সমাজ গড়বেন তারেক রহমান : এ্যানি
১০