মিয়ানমারে সিমেন্ট পাচারকালে আটক ২৪

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫ আপডেট: : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৬
ছবি : বাংলাদেশ কোস্টগার্ডের ফেসবুক পেইজ

চট্টগ্রাম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মিয়ানমারে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় ২৪ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দু’টি বোট এবং ৮৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।

আজ মঙ্গলবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাত ১টায় চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চট্টগ্রাম বেইস একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়— অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তর করা হচ্ছে, যার গন্তব্য ছিল মিয়ানমার। অভিযানে পাচারকারীদের আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দু’টি বোট এবং বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়। পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্রপথে চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে শিগগিরই শুরু হবে সমন্বিত প্রশিক্ষণ কোর্স: তথ্য উপদেষ্টা
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১০
প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ
ঋণ জালিয়াতি : এফএএসের ৮ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রোহিঙ্গা সম্মেলনে যোগদান
নির্বাচন পেছানোর কোনো চক্রান্তে এনসিপি নেই: সারজিস আলম
ভয়েস অব আমেরিকার কর্মীদের গণ ছাঁটাই সাময়িকভাবে স্থগিত 
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকুন: পুলিশ সুপার
ঢাকাসহ ৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ
জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি
১০