দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না: ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:১৩

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবে না। 

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি আবারও দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আফ্রিকানদের পরিকল্পিতভাবে ‘হত্যা ও জবাই’ করার অভিযোগটি সামনে এনেছেন।

সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তার পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্মেলনে যোগ দেবেন। তবে এবার তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিই সেখানে যাবে না।

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় জি২০ অনুষ্ঠিত হওয়া একেবারে লজ্জাজনক। যতদিন এসব মানবাধিকার লঙ্ঘন চলবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে যাবেন না।’

তিনি দাবি করেন, আফ্রিকানরা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় প্রথম ইউরোপীয় বসতির বংশধর। তারা ‘হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন, আর তাদের জমি ও খামার দখল করা হচ্ছে।’

ট্রাম্প বলেন, তিনি ২০২৬ সালের জি২০ সম্মেলন যুক্তরাষ্ট্রে আয়োজনে আগ্রহী। ওই সম্মেলন হবে মিয়ামি শহরে তার মালিকানাধীন গলফ রিসোর্টে।

হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প নানা বিষয়ে দক্ষিণ আফ্রিকার কঠোরভাবে সমালোচনা করছেন। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে দেশটিতে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলার অভিযোগটি।

বছরের শুরুর দিকে ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ‘অবাক’ করে দিয়ে ট্রাম্প একটি ভিডিও দেখান। সেখানে তিনি দাবি করেন, সিরিল সরকার শ্বেতাঙ্গ কৃষকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে।

তবে, দক্ষিণ আফ্রিকার সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার বার্ষিক শরণার্থী সংখ্যা কমিয়ে ৭ হাজার ৫০০-তে নামানো হবে, যা ইতিহাসে সর্বনিম্ন। সেই কোটাতেও শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানরা অগ্রাধিকার পাবেন।

এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকা মামলা দায়ের করায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হয়েছে।

ট্রাম্প সরকার দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা সাহারা উপাঞ্চলীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেল বাংলাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেফতার
শ্রীলংকা দলে নতুন মুখ এসহান ও রত্নানায়েকে
চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টিটিপাড়া আন্ডারপাস
হাসপাতালে চিরকুটসহ নবজাতক : পাশে দাঁড়ালো ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ 
জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার
বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প্রধান বিচারপতি
১০