‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতলেন ডেভিড সা-লাই 

বাসস
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২৩:৫৬ আপডেট: : ১২ নভেম্বর ২০২৫, ০০:৫১
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) :  হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই তার ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য এ বছর বুকার পুরস্কার জিতেছেন। উপন্যাসটিতে একজন হাঙ্গেরীয় অভিবাসীর অর্থ উপার্জন এবং হারানোর যন্ত্রণাময় গল্প তুলে ধরা হয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সোমবার সা-লাই (৫১) চূড়ান্ত তালিকায় থাকা অপর পাঁচ প্রার্থীকে পেছনে ফেলে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (৬৫ হাজার ৫০০ মার্কিন ডলার) মূল্যের এ পুরস্কার জেতেন। 

২০২৫ সালে এ পুরস্কার প্রাপ্তির চূড়ান্ত তালিকায় ছিলেন ভারতীয় লেখক কিরণ দেশাই ও যুক্তরাজ্যের অ্যান্ড্রু মিলারও।

এর  আগে ২০১৬ সালে সা-লাই তার ‘অল দ্যাট ম্যান ইজ’ সাহিত্যকর্মের জন্য এই মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

সা-লাইয়ের ষষ্ঠ উপন্যাস ‘ফ্লেশ’-এ পুরুষত্বের একটি অনাকর্ষণীয় অনুসন্ধান রয়েছে। নিরলঙ্কার ও তীক্ষ্ম গদ্যে লেখা ‘ফ্লেশ’-এ স্বল্পভাষী ইস্তভানের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যায়, কিশোর বয়সে বয়স্ক মহিলার সঙ্গে তার সম্পর্ক, পরে ব্রিটেনে একজন সংগ্রামী অভিবাসী হিসেবে জীবন কাটানো এবং শেষ পর্যন্ত লন্ডনের উচ্চবিত্ত সমাজের বাসিন্দা হয়ে ওঠা।

১৫৩টি জমা পড়া উপন্যাস থেকে সা-লাইয়ের বইটি বেছে নেয় একটি পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল। বিচার প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল, ‘সেক্স এন্ড দ্য সিটি’ কমেডি ড্রামার অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার, লেখক আয়োবামি আদেবায়ো ও কাইলি রিড এবং সমালোচক ও লেখক ক্রিস পাওয়ার।

প্যানেলের চেয়ারম্যান রডি ডয়েল ১৯৯৩ সালে বুকার পুরস্কার জিতেছিলেন। তিনি বলেন, বিচারকরা এর মতো কিছু আগে কখনো পড়েননি। বইটি অনেক দিক থেকে বিষণ্ন, কিন্তু পড়তে ভীষণ আনন্দদায়ক।’

বুকার পুরস্কার সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে সা-লাই বলেন, আমি এমন একটি বই লিখতে চেয়েছি, যা হাঙ্গেরি দিয়ে শুরু হবে, ইংল্যান্ডে শেষ হবে এবং ‘সমসাময়িক ইউরোপের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিভাজন’ অন্বেষণ করবে।

তিনি বলেন, ‘হাঙ্গেরি যখন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিল, তখন একজন হাঙ্গেরীয় অভিবাসীকে নিয়ে লেখা একটি উপন্যাস তৈরি করাই স্বাভাবিক মনে হয়েছিল।’

কিরণ দেশাই ও মিলারকে পেছনে ফেলে বুকার বিজয়ী হন সা-লাই। দেশাই ‘দ্য লোনলিনেস অব সোনিয়া এন্ড সানি’  উপন্যাসের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। এটি প্রায় ৭০০ পৃষ্ঠার একটি উপন্যাস এবং ২০০৬ সালে ‘ দ্য ইনহেরিট্যান্স অব লস’-এর জন্য বুকার জেতার পর এটি তার প্রথম কাজ।

মিলার এর আগেও বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। এবার ‘দ্য ল্যান্ড ইন উইন্টার’ উপন্যাসের জন্য বিবেচিত হন।

এ বছরের সংক্ষিপ্ত তালিকাভুক্ত অন্যান্য উপন্যাসগুলো ছিল: সুসান চয়ের ‘ফ্লাশলাইট’, কেটি কিতামুরার ‘অডিশন’ এবং বেন মার্কোভিটসের ‘দ্যা রেস্ট অব আওয়ার লাইভস’।

গত বছর ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে তার সংক্ষিপ্ত উপন্যাস ‘অরবিটাল’-এর জন্য এই পুরস্কার জিতেছিলেন। এতে ছয়জন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীকে পর্যবেক্ষণের গল্প তুলে ধরা হয়েছে। হার্ভে এ বছর সা-লাইকে বুকার পুরস্কার তুলে দেন।  

কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণকারী সা-লাই লন্ডনে বড় হয়েছেন এবং বর্তমানে ভিয়েনায় বসবাস করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : আমান উল্লাহ আমান
সাভারে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ গ্রহণ কাল
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন
কৃষিজমি সুরক্ষা এখন সময়ের দাবি : ভূমি উপদেষ্টা
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’র ওপর অংশীজন সভা অনুষ্ঠিত
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত
আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না : মির্জা ফখরুল
গত ১৬ বছর বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিল আওয়ামী লীগ : ড. মঈন খান
১০