
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 'মুখোমুখি' আলোচনা করতে প্রস্তুত।
ট্রাম্প কয়েক ঘন্টা আগে ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে দুই নেতার মধ্যে সম্ভাব্য আলোচনার কথা বলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘দেশটি শান্তিতে থাকবে এবং যুক্তরাষ্ট্রের কেউ যদি ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করতে চায় তবে তা কোনো সমস্যা ছাড়াই করা যাবে।’ যদিও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার গত বছরের নির্বাচনকে জালিয়াতি হিসেবে প্রত্যাখ্যান করেছে।