
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আজ সোমবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মুম্বাই থেকে বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।
ধর্মেন্দ্র ৬৫ বছরের ক্যারিয়ারে তুমুল দর্শকপ্রিয় ‘সত্যকাম’, ‘শোলে’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তবে, তাঁর মৃত্যুর ব্যাপারে পরিবার থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর জন্মদিন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন খ্যাতিমান এই অভিনেতা। চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তিও ছিলেন। চলতি মাসের শুরুর দিকে তাঁর পরিবার সিদ্ধান্ত নেয়— বাড়িতে রেখেই ধর্মেন্দ্রর চিকিৎসা অব্যাহত রাখা হবে। অবশেষে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।