সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন নার্স নিয়োগ চূড়ান্ত করে পদায়ন করা হয়েছে : স্বাস্থ্য সচিব

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আজ সারা দেশে ৩ হাজার ৪৭৫ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ চূড়ান্ত করে প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) আজ সোমবার একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বলেন, সারাদেশে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সিনিয়র স্টাফ নার্সদের এই নিয়োগ চূড়ান্ত করা হয়।

সচিব বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমানের একান্ত প্রচেষ্টায় এই নিয়োগ স্বচ্ছতার সাথে চূড়ান্ত করা হয়েছে।

সচিব বলেন, সিনিয়র স্টাফ নার্সদের পছন্দ ক্রম এবং মেধা অনুযায়ী ডিজিটাল পদ্ধতিতে এই পদায়ন করা হয়েছে।

সচিব আশা প্রকাশ করেন সংশ্লিষ্ঠ সিনিয়র স্টাফ নার্সরা দ্রুত তাদের কর্মস্থলে যোগদান করবেন এবং হাসপাতালে রোগীদের সেবায়  আত্মনিয়োগ করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সদের পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় নবনিয়োগকৃত এবং পদায়নকৃত সিনিয়র স্টাফ নার্সগণকে আগামী ৩০ সেপ্টেম্বর পূর্বাহ্নে পদায়নকৃত হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এবং এ ক্ষেত্রে স্বাস্থা সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদানপত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
দুদকের তদন্তে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিপুল সম্পদের তথ্য উদঘাটন
আমদানি পণ্যের সুরক্ষায় যৌথ পদক্ষেপ বিজিএমইএ-বিকেএমইএ’র
পুলিশের গুলিতে আমার মা মারা যায়, ছেলে প্যারালাইজড: ট্রাইবুনালে আবেগাপ্লুত সাক্ষী মোস্তাফিজ
জিশানের হাফ-সেঞ্চুরিতে লিড নিল ঢাকা
এনসিএলের ম্যাচ চলাকালীন মারা গেছেন বরিশালের ফিজিও হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল
অ্যাডভোকেট মোসাদ্দেক বশিরের দাফন সম্পন্ন 
১০