জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা

বাসস
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৩:৫৭
২০২৪ সালে গণঅভ্যুত্থান চলাকালে আজকের দিনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি : বাসস

।। মাসুদ রানা।।

জয়পুরহাট, ৩ আগস্ট ২০২৫ (বাসস) : ২০২৪ সালে গণঅভ্যুত্থান চলাকালে আজকের দিনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।
সারাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কেন্দ্রিয় কর্মসূচি বাস্তবায়নে তারা সড়কে নামেন। 

সেদিন ছিল শনিবার। সকালে শহরের নতুনহাট এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে তা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। পরে তারা শহরের জিরো পয়েন্ট পাচুরমোড়ে অবস্থান নেন। সেখানে ৪ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন ও বক্তব্য দেন তারা। 

সেদিন সমাবেশে শিক্ষার্থীরা বলেছিলেন, সারাদেশে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা সেসব হত্যার বিচার চাই। আমাদের ভাইদের হত্যার বিচার হতেই হবে। হাসিনার সরকারের পক্ষ থেকে ছাত্রদের অর্থাৎ আমাদের রাজাকার বলা হয়েছে। এমন কথা বলার সাহস তারা পায় কিভাবে। ছাত্ররা জেগে উঠলে সরকারের গদি উল্টে যায়। আমরা এ সরকারকে দেখাতে চাই ছাত্রসমাজ সব করতে পারে। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এতো প্রাণহানী হলো সেজন্য অবশ্যই ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়।

পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের টহল ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। 

সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেক যানবাহন শহরে প্রবেশ করতে না পেরে তারা উল্টো পথে ফিরে যায়। তবে পরিস্থিতি থমথমে হলেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা সেদিন ঘটেনি জেলা জুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০