বগুড়ার রাজপথে ছাত্র-জনতার বাঁধভাঙা উল্লাস

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:৩৫
ফাইল ছবি

কালাম আজাদ

বগুড়া, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): দীর্ঘ সময় আন্দোলনের পর চব্বিশের ৫ আগস্ট দেশজুড়ে স্বস্তি নেমে আসে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনায় সারা দেশের মতো বগুড়াতেও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন ছাত্র-জনতা।  

জেলার কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, ওইদিন বিকেলে শহরের সাতমাথা জনারণ্যে পরিণত হয়। ব্যানার-ফেস্টুন, পতাকা মাথায় দিয়ে বগুড়াবাসী ঘর ছেড়ে জিরোপয়েন্ট সাতমাথায় বিজয় মিছিল আর স্লোগানে যোগ দেন। যদিও এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবরে সকাল থেকে বগুড়ায় থমথমে অবস্থা বিরাজ করছিল। 

তবে বিক্ষিপ্তভাবে ছাত্র-জনতা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ছিলেন। সরকার প্রধান পদত্যাগ করেছে, এমন খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েন। সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী। 
দুপুরের পরে থেকে শহরের কলোনী, খান্দার, কলেজ বটতলা, ফুলবাড়ি, বিসিক, মাটিডালী, দত্তবাড়ি, ইয়াকুবিয়া মোড়, মফিজপাগলার মোড়, ঠনঠনিয়া, পলিটেকনিক, বনানী এলাকাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ মিছিল নিয়ে সাতমাথায় আসেন। সব শ্রেণীর মানুষ জড়ো হওয়ায় বগুড়ার সাতমাথা জনসমুদ্রে পরিণত হয়। 

শহরের প্রাণকেন্দ্র দখলে নিয়ে শিক্ষার্থীসহ অন্যান্যরা শেখ হাসিনার বিরুদ্ধে নানান স্লোগান দেওয়া শুরু করেন। স্বাগত জানান সেনাবাহিনীর কর্মকাণ্ডকেও। মিছিল আর স্লোগানকে নতুন বাংলাদেশকে স্বাগত জানান আপামর জনতা।

এ দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে বগুড়া সদর থানা ও তার আশপাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে দুপুরে বিক্ষুব্ধ জনতা পুলিশ প্লাজায় হামলা ও সদর পুলিশ ফাঁড়িতে হামলা-অগ্নিসংযোগ করে। থানায় হামলার পর সাতমাথায় জড়ো হওয়া কয়েক হাজার ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সকাল ১০টা থেকে দিনব্যাপী দফায় দফায় হামলা চালান আন্দোলনকারীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হামলা ও অগ্নিসংযোগ করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা  হামলাকারীদের অনুরোধ করলে তারা ফিরে যান। 

তবে এদিন পুলিশের গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে অনেক ছাত্র-জনতা আহত হন। ৩৫ দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ৫ অাগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ লাভ করে। যার জন্য শেষদিন পর্যন্ত সময়কে ‘৩৬ জুলাই’ বলে আখ্যা দিয়েছেন ছাত্র-জনতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০