ফরিদপুরে বিজয় মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয় শামসু মোল্লা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:৪৭
ফাইল ছবি

ফরিদপুর, ৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ২০২৪ সালের ৫ আগস্ট দিনটি ছিল সোমবার। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সারাদেশে অসংখ্য মানুষের প্রাণহানি, গুম খুন ও সহিংসতার জেরে এক দফা দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ। 

কারফিউ থাকলেও তা ভেঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র- জনতা মার্চ টু ঢাকা মুখি হতে থাকে। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লোকারণ্য হয়ে ওঠে।পুরো ঢাকা মানুষের জনসমুদ্রে পরিণত হয়। সেদিন গণভবন ঘেরাও  করার উদ্দেশ্যে ছাত্র জনতা রওনা করলে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে পালিয়ে যান ভারতে।

শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি সেনাপ্রধানের কথায় স্পষ্ট হলে সারা দেশের ন্যায় ফরিদপুরে শুরু হয় বিজয় মিছিল।স্বৈরাচারী সরকারের পালিয়ে যাওয়াতে ফরিদপুরবাসী জেনো স্বস্তির নিশ্বাস ফিরে ফেলো।আনন্দ উল্লাসে মেতে ওঠে পুরো ফরিদপুরবাসী।

বিজয় মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা জড়ো হতে থাকে ফরিদপুর শহরে। শহরের ভাঙ্গা রাস্তার মোড় এবং জনতার মোড়ে লোকে লোকারণ্য হয়।জনতার মোরে হাজার হাজার জনতার বিজয় মিছিল নিয়ে আসতে থাকে। এ সময় আওয়ামী লীগপন্থী কিছু পুলিশ বিজয় মিছিল কে উদ্দেশ্য করে কাঁদানে গ্যাস,রাবার বুলেট,ককটেল সহ গুলি ছুড়তে থাকে। এতে অনেকেই আহত হয়। গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পূর্ব খাবাসপুরের শামসু মোল্লা।পুলিশের তাণ্ডবে মিছিলটি ছত্র ভঙ্গ হয়ে যায়।পরে বিক্ষুব্ধ কিছু জনতা ক্ষিপ্ত হয়ে থানায় আগুন ধরিয়ে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০