আশুলিয়ায় লাশ পোড়ানো : তিন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির

বাসস
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৮ আপডেট: : ১৫ এপ্রিল ২০২৫, ১৪:৩০

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫(বাসস) : জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালে আনা তিন পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

প্রসিকিউশনের আবেদনে গত ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন। ট্রাইব্যুনালে ওইদিন শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এই সময় বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

লাশ পোড়ানোর নৃশংস ঘটনার বিষয়ে গত ২৬ ডিসেম্বর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিল, তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বড় বোনকে একা হাসপাতালে রেখে পালিয়ে আন্দোলনে চলে এসেছি : ইসহাক
মুক্তিকামী সকল রাজনৈতিক শক্তি ছিল জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার : নাছির
৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা
ইসরাইল যুদ্ধের পর শনিবার প্রথম জনসমক্ষে আসলেন খামেনি
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ভস্মীভূত 
‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল
১০