এস আলমের আরও ১,৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:০৬
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ফাইল ছবি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৩৬০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

এসব হিসাবে ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা রয়েছে বলে আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানান।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। 

মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির বিভিন্ন শাখার বিভিন্ন হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধারকরণ কটিন হয়ে পড়বে। সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ
অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে আরসিসি
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ
নিউ ইয়র্কে ভোটে জয়ের পথে মামদানি, মার্কিন রাজনীতিতে নতুন আশার সঞ্চার 
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
১০