লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ২৭ হাজার কারাবন্দিকে আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:১৮

ঢাকা, ৮ জুন ২০২৫ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত দেশের ১ লাখ ২৭ হাজার ৯৩ জন কারাবন্দিকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অসচ্ছল ও ন্যায়বিচারপ্রার্থী জনগণের জন্য এ সেবার আওতায় মোট উপকারভোগীর সংখ্যা ১২ লাখ ৭ হাজার ৯৯৩ জন।

প্রতিবেদনের তথ্যমতে, প্রাথমিকভাবে জেলা পর্যায়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি: ১৬৪৩০) এর মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

উপকারভোগীদের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জন, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ৬২ হাজার ৩৮৫ জন, শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে (ঢাকা ও চট্টগ্রাম) ২৯ হাজার ২৭৪ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (১৬৪৩০) মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন।

প্রতিবেদনে আরো বলা হয়, দেশের আর্থিকভাবে অস্বচ্ছল, অসহায় ও বিচারপ্রার্থী জনগণকে বিনা খরচে আইনি সহায়তা দিতে ২০০০ সালে প্রণীত 'আইনগত সহায়তা প্রদান আইন' অনুসারে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে। এটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার-নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ক্ষমতায় গেলে দেশের পররাষ্ট্রনীতি হবে ‘সবার আগে বাংলাদেশ’ : তারেক রহমান
ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত
মাউশি’র মহাপরিচালক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
চ্যাটজিপিটিতে অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার চালু
ট্রাইব্যুনালে অভিযুক্ত হলে এমপি হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি
ইউক্রেনের ১৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত
ইন্দোনেশিয়ার মাদ্রাসা ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত 
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
১০