'চোখ উপড়ে ফেলার’ ঘটনায় কুমিল্লার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৮:৫৮
কুমিল্লার সাবেক এমপি এম এ জাহের। ফাইল ছবি

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস): অপহরণ করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদল নেতার চোখ উপড়ে ফেলার অভিযোগে কুমিল্লার সাবেক এমপি এম এ জাহেরসহ ১৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আজ এই অভিযোগ দাখিল করেছেন কুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় গোলাম কিবরিয়ার দুই ভাই ইয়াসিন আরাফাত ও মো. নেয়ামত রহমান তার সাথে ছিলেন।

ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে- তারা হলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ বাপ্পি, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. এমরান হোসেন, মো. পাবেল, মো. মোখলেছ, মো. রুবেল, আব্দুল জব্বার, মিরাজুল হক রিমন, অপহরণে ব্যবহৃত গাড়ির চালক মো. শওকত, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মেহেদী হাসান খাঁন, মঞ্জুরুল বারী নয়নসহ অজ্ঞাত আরও ২০/২৫ জন।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে লেখা গোলাম কিবরিয়ার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে ঢাকা থেকে ট্রেনযোগে কুমিল্লা স্টেশনে নেমে নিজ বাসা কালিয়াজুরি যাওয়ার উদ্দেশে রিকশায় রওনা হলে পথে রাত সোয়া ১টায় এমপি জাহেরের নেতৃত্বে ২০/২৫ জন আগ্নেয়াস্ত্রের মুখে গোলাম কিবরিয়ার রিকশার গতিরোধ করে। তাকে অপহরণ করে জাহেরের মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে রড দিয়ে শরীর ও মাথায় এলোপাথাড়ি নির্যাতন করা হয়। এক পর্যায়ে  সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব অপি ছুরি দিয়ে গোলাম কিবরিয়ার চোখ দুটি উপড়ে ফেলেন। চোখ উপড়ে ফেলার আগে বৈদ্যুতিক শক দেওয়া হয় গোলাম কিবরিয়াকে। চোখ উপড়ে ফেলার পর গোলাম কিবরিয়ার আর্তচিৎকার শুনে লোকজন এগিয়ে এলে আসামিরা চলে যান। এর কিছুক্ষণ পর পুলিশ গোলাম কিবরিয়াকে ওই অবস্থায় আটক দেখিয়ে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করা হয়। এরপর গোলাম কিবরিয়াকে সেখান থেকে মিথ্যা মামলায় কোর্টে চালান দেওয়া হয়। পরবর্তীতে গোলাম কিবরিয়ার মায়ের কাছ থেকে আসামিদের যোগসাজশে পুলিশ খালি স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাখে যেন মামলা দায়ের করতে না পারে।  আসামিদের অত্যাচার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ভয়ের কারণে চেষ্টা করেও মামলা দায়ের করতে পারেনি বলে অভিযোগে উল্লেখ করেছেন সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকার দিঘী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম ও সালেখা বেগমের ছেলে গোলাম কিবরিয়া (২৭) বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগে পড়াশোনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটুয়াখালীতে বিএনপির পথসভা: ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক সাবেক এমপির
খুলনায় বিএনপি'র প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
সংস্কারের পক্ষে যারা থাকবে তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে : হাসনাত আবদুল্লাহ
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে : শামা ওবায়েদ
গাজা শান্তি পরিকল্পনা নিয়ে মুসলিম দেশগুলোর বৈঠক আয়োজন করবে তুরস্ক
সংবিধানবিরোধী ষড়যন্ত্র বানচাল গিনি-বিসাউ সেনাবাহিনীর, একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার
দ্রুত এক হাজার রানের রেকর্ড তানজিদ
চাঁদে অবতরণ ‘ঘটেনি’, কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান নাসা’র
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার
ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
১০