ঢাকা ওয়াসাকে বিশুদ্ধ পানির সরবরাহে হাইকোর্টের নির্দেশ

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২২:৪৮

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : বিশুদ্ধ পানি সরবরাহে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষকে (ওয়াসা) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দূষণ রোধে এবং বিশুদ্ধ পানি সরবরাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) ও সচিবকে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এমন পোকামাকড় এবং কৃমিযুক্ত পানি সরবরাহে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং পানি দূষণের তাৎক্ষণিক সমাধান করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ), সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির দূষণ রোধ এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর। ঢাকা ওয়াসার পানির দূষণ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে রিটটি করা হয়। 
আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের হিলি স্থলবন্দর পরিদর্শন
পুতিন ও জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর ট্রাম্পের
নওগাঁয় ৩৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
সাতক্ষীরার তালায় ৭ ফার্মেসি মালিককে জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেফতার
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার: সজীব ওয়াজেদের বিরুদ্ধে মামলা
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে জায়গামতো রাখতে হাইকোর্টের নির্দেশ
জবিতে শহিদ ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত
ট্রাম্প-পুতিন বৈঠকের আগে লন্ডনে জেলেনস্কিকে আতিথ্য দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
সরকারি সাত কলেজের সকল দায়িত্ব ও শিক্ষার্থীদের তথ্য প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর
১০