সরকারি খরচায় ১২ লাখ ২৬ হাজার ১৯ জনকে আইনি সহায়তা

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৮:০৪ আপডেট: : ২৫ জুন ২০২৫, ১৮:০৬

প্রতিবেদক: দিদারুল আলম

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১২ লাখ ২৬ হাজার ১৯ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, অসচ্ছল বিচারপ্রার্থীদের ৪ লাখ ২৮ হাজার ৩০১ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ১৬৮ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৯ লাখ ৭৮ হাজার ৯৯২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৩৩১ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্প লাইন কল সেন্টারের (টোল ফ্রি- ১৬৪৩০) মাধ্যমে ১ লাখ ৮৮ হাজার ৫২৮ জনকে  সেবা দেয়া হয়।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এসব সেবা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে 
লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
নাসিরের অলরাউন্ড নৈপুণ্যে টানা তিন জয়ের পর হারল চট্টগ্রাম
পালাউয়ের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক এবং ত্রাণ সহায়তাকারীদের গ্রেফতারের প্রতিবাদ নাগরিক ঐক্যের
বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
স্কুল হ্যান্ডবল সেমিফাইনাল কাল
১০