বার কাউন্সিলের রেস্ট হাউজ ও ক্যান্টিন উদ্বোধন ৭ জুলাই

বাসস
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৩১ আপডেট: : ০৪ জুলাই ২০২৫, ১৩:১৮

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): আগামী ৭ জুলাই, সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ বার কাউন্সিলের রেস্ট হাউজ ও ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোঃ আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোঃ রুহুল কুদ্দুস কাজল।

এছাড়াও উপস্থিত থাকবেন হাউজ কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট আবদুল্লাহ আল মামুন, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী এনায়েত হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট এ.এম. মাহবুব উদ্দিন খোকন, রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ শফিকুল ইসলাম এবং রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ মাইনুল আহসান।

বার কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত থাকবেন সিনিয়র এডভোকেট শাহ মোঃ খসরুজ্জামান, এডভোকেট মোঃ নজরুল ইসলাম খান ও এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের জন্যে দোয়া 
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা পোস্টারে ফুটে উঠবে জুলাই’র অনিবার্যতা: উপদেষ্টা আসিফ
ওয়েবস্টার-ক্যারির দৃঢ়তায় অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮৬ রান
গাজায় ইসরাইলি হামলায় ১৫ জন নিহত: সিভিল ডিফেন্স
গিলের রেকর্ড ডাবল-সেঞ্চুরির পর চাপে ইংল্যান্ড
সিরিজ টিকে থাকার লক্ষ্যে কাল শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
খুলনায় বেড়েছে পাটের আবাদ
জুলাই-আগস্টে আল্লাহ আমাদের সাহায্য করেছেন: ড. মাসুদ
১০