ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের সাথে সুপ্রিম কোর্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে ‘পারস্পরিক মতবিনিময়: সুপ্রিম কোর্ট এবং আইন শিক্ষার্থীদের মধ্যে সংলাপ’ শিরোনামে স্টুডেন্ট কনফারেন্স আজ অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম পর্যায়ে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চার জন করে শিক্ষার্থী (জেন্ডার সমতার ভিত্তিতে মনোনীত) নিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের পক্ষে জিআইজেড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা।
আজকের এই কনফারেন্সে স্বাগত বক্তৃতা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। আর কনফারেন্সে সভাপতিত্ব করেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাঃ হাসানুজ্জামান। কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমন্ত্রিত অতিথি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে দেশের আরো কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের একটি কনফারেন্স আয়োজন করা হবে।’
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেয়া এ সংক্রান্ত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিচার বিভাগ একটি শক্তিশালী ও স্থিতিশীল সাংবিধানিক গণতন্ত্র গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই গত বছর ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের সামনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন। সে রোডম্যাপ বাস্তবায়নে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট দেশি-বিদেশি বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা, সেমিনার ও কর্মশালা চালিয়ে যাচ্ছে।
এছাড়া বিচারপ্রার্থীদের জন্য সহজতর বিচার সেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট ভবিষ্যৎ আইন পেশাজীবীদের সঙ্গে দৃঢ় সংযোগ গড়তে আইন শিক্ষার্থীদের জন্য এ সংলাপের আয়োজন করছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, সংলাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা এবং আদালতও নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবে, যা সামগ্রিকভাবে দেশের আইনাঙ্গনকে সমৃদ্ধ করবে।