নবজাতকের চিকিৎসায় অবহেলার অভিযোগে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:১২

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে পাঁচ দিন বয়সী  নবজাতকের হাত ভাঙার অভিযোগে চিকিৎসা অবহেলায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে চিকিৎসায় অবহেলায় দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া ওই নবজাতকের হাত ভাঙার অভিযোগের তদন্ত করে আগামী তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নবজাতকের বাবার করা রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন বলে আজ জানান সহকারি অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম (সোহেল)।

গত ৩ এপ্রিল রাজধানীর ডেলটা হাসপাতাল ভর্তি হওয়া পাঁচ দিন বয়সী নবজাতকের চিকিৎসা অবহেলার অভিযোগে শিশুর পিতা মো. নুরের সাফাহ পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের
ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ
চায়না লেসো গ্রুপের ৩২.৭৭২ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি হস্তান্তর 
রাজবাড়ীর পদ্মা নদীতে পানি বৃদ্ধি, ভাঙন অব্যাহত
যুব দিবসে ৪৭ কোটি টাকা যুব ঋণ প্রদান করা হবে
যুব দিবস উপলক্ষে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান
যুবসমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে : প্রধান উপদেষ্টা
রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান
১০