নবজাতকের চিকিৎসায় অবহেলার অভিযোগে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ প্রশ্নে রুল

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:১২

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে পাঁচ দিন বয়সী  নবজাতকের হাত ভাঙার অভিযোগে চিকিৎসা অবহেলায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে চিকিৎসায় অবহেলায় দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া ওই নবজাতকের হাত ভাঙার অভিযোগের তদন্ত করে আগামী তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নবজাতকের বাবার করা রিটের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন বলে আজ জানান সহকারি অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. শফিকুল ইসলাম (সোহেল)।

গত ৩ এপ্রিল রাজধানীর ডেলটা হাসপাতাল ভর্তি হওয়া পাঁচ দিন বয়সী নবজাতকের চিকিৎসা অবহেলার অভিযোগে শিশুর পিতা মো. নুরের সাফাহ পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে হাইকোর্টে রিট করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নওগাঁয় আউশ ধান চাষ করে লাভবান কৃষকরা
রংপুরে মহিলা শ্রমিক লীগ নেত্রী কারাগারে
ওয়াল স্ট্রিট পুনরুদ্ধারের পর এশিয়ার বাজারে ঊর্ধ্বগতি
মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত 
চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়তে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য
স্ত্রীসহ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুন্সীগঞ্জে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ 
খুলনার ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নুর, মেঘমল্লার ও নাজমুলকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
১০