এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৩৫ আপডেট: : ১২ আগস্ট ২০২৫, ১৬:০০
জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। বাসস

ঢাকা, ১২ আগস্ট, ২০২৫ (বাসস) : ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনসহ ২২ জনকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশনের সময় আবেদনের পর বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রতিবেদন দাখিলে আজ এই দিন ধার্য করেন।

আদালতে প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। 

এদিকে, এই মামলার ১৫ আসামীর মধ্যে গ্রেফতার ৭ আসামি আজ ট্র্যাইব্যুনালে হাজির ছিলেন।

গত বছরের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন। সেদিন দুপুরে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ ইয়ামিনের নিথর দেহ পরে পুলিশের এপিসি’র ওপরে রাখা হয় এবং সেখান থেকে লাশটি ফেলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ‘চুক্তি মানতে চায়’ হামাস : যুক্তরাষ্ট্র
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আগামীকাল 
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
সাদাছড়ি একটি শক্তি, এটা স্বাধীনতার প্রতীক : সমাজকল্যাণ উপদেষ্টা
গাইবান্ধায় বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ
রোগীদের হয়রানির অভিযোগে কুড়িগ্রামে দালালচক্রের ৫ জন গ্রেফতার
আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ
চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
১০