শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি হুমায়ুন কারাগারে

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:০৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর তুরাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

আজ সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অভিযোগ রয়েছে, গত ১৫ জুন তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টর ষোলহাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর জমায়েত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করা হচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে দৌড়ে দিগি¦দিক পালিয়ে যায়। 

এ ঘটনায় ১৭ জুন তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। মামলায় হুমায়ুন কবির এজাহারনামীয় আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০