বার কাউন্সিলের এম.সি.কিউ. পরীক্ষার মাসব্যাপী ফরম পূরণ

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৬

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ বার কাউন্সিলের পরবর্তী এম.সি.কিউ. পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। এম.সি.কিউ. পরীক্ষার জন্য অনলাইনে নির্ধারিত লিঙ্কে (http://bar.teletalk.com.bd) আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী ফরম পূরণ কার্যক্রম চলবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিল সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা এবং পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষা সংক্রান্ত ঘোষণার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, বার কাউন্সিলের বিগত স্মারক নং-বিবিসি/এনরোল/২০২৫/এইচ.সি/১৫১০, তারিখ : ৩০-০৬-২০২৫ ইং মূলে ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল বিজ্ঞ আইনজীবী অনলাইনে যথানিয়মে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার জন্য ফরম পূরণ ও ফি প্রদান সম্পন্ন করেছেন, তাদের লিখিত পরীক্ষা আগামী ২৫ অক্টোবর শনিবার সকাল ৯:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলি তথা পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে সংগ্রহ, পরীক্ষা-কেন্দ্রের তালিকা প্রভৃতি যথাসময়ে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে আরো অবগত করা যাচ্ছে যে, বার কাউন্সিলের পরবর্তী এম.সি.কিউ. পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর। সেই এম.সি.কিউ পরীক্ষার জন্য অনলাইনে নির্ধারিত লিঙ্কে (http://bar.teletalk.com.bd) আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে।

এম.সি.কিউ. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নতুন যেসব প্রার্থীর পিউপিলেজ সময়সীমা আগামী ৩১ অক্টোবর অথবা এর পূর্বে ছয় মাস পূর্ণ হবে, তারা এবং একই সঙ্গে উক্ত তারিখে যেসব প্রার্থীর রেজিস্ট্রেশনের পাঁচ বছর মেয়াদ বহাল থাকবে, তারা অনলাইনে নির্ধারিত নিয়মে ফরম পূরণ ও ফি প্রদান করতে পারবেন।

পাঁচ বছর মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনধারী প্রার্থীদের বার কাউন্সিলের অনলাইন-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে নিজ নিজ রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।

বিশেষভাবে উল্লেখ্য, যে সকল প্রার্থী গত ২৮ জুন ২০২৫ অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় পরীক্ষা-বিধি মোতাবেক দ্বিতীয়বারের  মতো অংশ গ্রহণ করে অনুত্তীর্ণ হবেন সেসব প্রার্থী এবং আসন্ন এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় পরীক্ষা-বিধি মোতাবেক তৃতীয়বারের মতো অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হবেন সেসব প্রার্থী, এই দুই ধরনের প্রার্থীদের জন্য পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার অনলাইন ফরম পূরণের জন্য ব্যবস্থা রাখা হবে। পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এই নোটিশে বর্ণিত পরীক্ষা আয়োজন সংক্রান্ত তারিখসমূহ যেকোনো অনিবার্য পরিস্থিতিতে পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালিসহ নানা কর্মসূচি
মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসা ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ প্রধান উপদেষ্টার
সিলেট আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ সুরমার জয়
ক্রিকেটারদের সাথে বিসিবির ‘শেয়ার এন্ড কেয়ার’ সেশন
নির্বাচনের আগে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ : ফয়েজ আহমদ তৈয়্যব
১০