ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রুল জারি করেন। আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভাঙ্গা উপজেলায় দুটি ইউনিয়ন ফিরে পেতে ফরিদপুর ৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ ৫ জন এ রিটটি দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

এর আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে দুই ইউনিয়ন বিষয়ে প্রজ্ঞাপন বাতিলে লিগ্যাল নোটিশ দেয়া হয়। সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটের পক্ষের আইনজীবী।

ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করার প্রতিবাদে কয়েকদিন ধরে ভাঙ্গায় বিক্ষোভ কর্মসূচী চলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ : শিক্ষা উপদেষ্টা
ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের মূল কাজ ৬ মাসের মধ্যে পুরোদমে শুরু হবে
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়
বৈরী আবহাওয়ার কারণে এনসিএল টি-টোয়েন্টির স্থগিত
সুনামগঞ্জে ভারতীয় ১২টি গরু আটক
নোবিপ্রবিতে ফুড সিস্টেমস্ ইউথ লিডারশিপ প্রশিক্ষণের সমাপনী ।
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি শিক্ষকদের
বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫ 
১০