চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ২,৮২৯টি

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে ২ হাজার ৮২৯টি মামলা বিচারাধীন রয়েছে। প্রতিদিন ধারাবাহিকভাবে কার্যক্রম চালিয়ে আদালত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, সেপ্টেম্বর মাসে ৩৪টি নারী ও শিশু নির্যাতন মামলা ও ৭টি শিশু মামলা দায়ের হয়েছে। একই সময়ে ৪৯টি নারী ও শিশু নির্যাতন এবং ৪টি শিশু মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় চলতি মাসে মোট ২১ জন আসামি খালাস পেয়েছে।

চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার জট কমাতে বর্তমানে সাতটি পৃথক ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর সাক্ষ্যগ্রহণ ও পুলিশের প্রতিবেদন দাখিলসহ বিভিন্ন অগ্রগতিমূলক কার্যক্রমের ফলে অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এতে বিচারপ্রার্থী ও আসামি পক্ষ সন্তোষ প্রকাশ করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুচ বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সব ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত আগস্ট মাসে মোট ৫৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলার জট কমাতে যেসব মামলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে, সেসবের সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য আইনগত কাজ চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব মামলা অত্যন্ত স্পর্শকাতর। তাই পুলিশের প্রতিবেদন ও সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে সবসময় বিশেষ সতর্কতা নেওয়া হয়। অনেক সময় দেখা যায়, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও কাউকে আসামি করা হয়। আদালত এসব ক্ষেত্রে খালাস দিচ্ছে। ভুক্তভোগীদের প্রতি আহ্বান— কাউকে হয়রানির জন্য নয় বরং সরাসরি বা পরোক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেই মামলা করা উচিত।’

আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, বিচারিক কার্যক্রমের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মামলার জট উল্লেখযোগ্যভাবে কমবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে আরও আশাবাদী হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০