মাদক মামলায় চট্টগ্রামে রোহিঙ্গা নাগরিকের যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৭:২৫ আপডেট: : ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩১

চট্টগ্রাম, ৬ অক্টোবর ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ইয়াবা উদ্ধার মামলায় মো. ইউসুফ (৩৫) নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে একই মামলার অপর আসামি মো. সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত আজ সোমবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি মো. ইউসুফ মিয়ানমারের আরাকান রাজ্যের সালামত উল্লাহর ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পুরাতন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইউসুফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য আসামি মো. সেলিম হোসেনকে খালাস দেওয়া হয়েছে। 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
ডিএসইতে লেনদেন কমেছে, সূচকে মিশ্র প্রবণতা
দারফুরের আল-ফাশের শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিল সুদানের আরএসএফ
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
১০