চট্টগ্রামে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:৩৬
চট্টগ্রামে আজ ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম এবং গাজীপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে ডাকাতি মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন আজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আকবরশাহ থানার আলীশাহ ফকিরবাড়ির শফিকুল ইসলামের ছেলে মো. আজাদ(৩৭) গাজীপুর সদর থানাধীন পাকৈরদেশী এলাকায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে র‌্যাব-৭ এবং র‌্যাব-১ গাজীপুর এর যৌথ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোটো ছিলোনিয়া এলাকার জেবল হোসেন এর ছেলে ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেলকে(৩৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
আইএলও কনভেনশন অনুমোদনে সরকারকে কৃতজ্ঞতা নারীপক্ষের
জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই : মাওলানা রফিকুল ইসলাম খান 
মালদ্বীপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী বাংলাদেশ
গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অবাধ, সুষ্ঠু নির্বাচনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ : রিজভী
ডামি রাইফেল প্রদর্শন করে মিছিলে আতঙ্ক সৃষ্টি, গ্রেফতার মুজাহিদুল কারাগারে
মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য আগামী দুই মাসের মধ্যে এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
টেন্ডুলকার ও সাঙ্গাকারাকে টপকে রেকর্ডের মালিক কোহলি
‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ ঢাকা চেম্বারের
ভোলায় মধ্যরাত থেকে ইলিশ আহরণে নদীতে নামবেন জেলেরা
১০