বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৯

একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দীন জাকীকে ফুলেল শ্রদ্ধায় চিরবিদায়

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৩ (বাসস): একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা ও চিরবিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তাঁর মরদেহ সর্বস্তরের জনসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে সম্মান জানান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ অনেকে তাঁকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে উপস্থিত ছিলেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সম্প্রীতির বাংলাদেশ, চিল্ড্রেন ফিল্ম সোসাইটি, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, নাট্যচক্র ও ফেডারেশন ফিল্ম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
পরে যোহরের নামাজের পর রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল পৌনে ৩টায় চ্যানেল আই কার্যালয়ে তার মরদেহ নেওয়া হয়। সেখানে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এসময় সালাহ উদ্দীন জাকীকে নিয়ে স্মৃতিচারণা করেন।
চ্যানেল আই থেকে তাঁর মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। পারিবারিক সিদ্ধান্তে সেখানে বাবা-মায়ের কবরে তাঁকে সমাহিত করা হয়।
সালাহউদ্দীন জাকি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার সালাহউদ্দীন জাকী ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মাণ করে জনপ্রিয়তা অর্জন করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান। তিনি ২০২১ সালে একুশে পদক লাভ করেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সোমবার রাতে চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দীন জাকী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নামে।