বইয়ের পাণ্ডুলিপি যাচাইয়ের বিষয়টির ভুল ব্যাখ্যা করা থেকে বিরত থাকার আহ্বান ডিএমপি’র

বাসস
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৮

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আজ থেকে শুরু হওয়া মাসব্যাপী অমর একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের পাণ্ডুলিপি যাচাই সংক্রান্ত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দৃষ্টি আকর্ষিত হয়েছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে অপ্রয়োজনীয় ভুল ব্যাখ্যা এবং অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার বইমেলা প্রাঙ্গনে অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময়  উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের আলোকে মেলায় প্রকাশিত বই যাচাই-বাছাই সম্পর্কে উত্থাপিত প্রশ্নের জবাবে এ সংক্রান্তে বাংলা একাডেমির দৃষ্টি আকর্ষণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা কোন উষ্কানিমূলক বই প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য বাংলা একাডেমিকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে বইমেলা আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বিভিন্ন অংশীজনের সাথে আলোচনায় এ সংক্রান্তে অনেকে বিষয়টি উপস্থাপন করেন। প্রকৃতপক্ষে প্রকাশিতব্য বইসমূহ আগামীতে পুলিশ কর্তৃক ভেটিং বা অনুমোদন সংক্রান্ত কোন পরার্মশ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বা বলা হয়নি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, লেখনীর মত সৃজনশীল কর্মকাণ্ডকে আমরা সবসময় উৎসাহিত করি। মুক্ত মনের চর্চা ও বিকাশের পরিবেশকে আমরা স্বাগত জানাই। এ বিষয়ে অহেতুক ভুল ব্যাখ্যা ও অপপ্রচার হতে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০