বাসস
  ১৯ নভেম্বর ২০২৩, ১২:০৩
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:১৭

ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ নভেম্বর, ২০২৩ (বাসস) : ব্রাহ্মণবাড়িয়ায় একটি কন্টেইনার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপ-লাইনে ট্রেন চলাচল আপাতত ব্যাহত হচ্ছে। বিকল্প লাইনে ট্রেন চালানোর চেষ্টা করছে বলে জানিয়েছে রেলওয়ে কৃর্তপক্ষ।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন আউটার এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারে রিলিফ ট্রেন আসার জন্য আখাউড়া রেলওয়ে জংশনে খবর দেওয়া হয়েছে।