ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ যুক্তরাজ্যের মানবাধিকার দূতের

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৭
যুক্তরাজ্যের মানবাধিকার দূত ও জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স। ছবি: পিআইডি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): যুক্তরাজ্যের মানবাধিকার দূত ও জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স মানবাধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক স্বাধীনতা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, মানবাধিকার একটি সার্বজনীন বিষয়।

তিনি আজ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক সেমিনারে বিশেষ বক্তৃতায় বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অবশ্যই সব মানুষের মানবাধিকার রক্ষা করতে হবে।’ যুক্তরাজ্য সব সময় এই বিষয়ে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন যৌথভাবে ঢাবি’র নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সায়েমা হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, তরুণ প্রজন্ম দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি সুদৃঢ় রাষ্ট্র গঠনে অবদান রাখার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ছাত্রদের গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করবে বলে উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি আশা প্রকাশ করেন যে, এই ল্যাব সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে।

ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সচিব ভ্যানেসা বোমন্ট সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম সভাপতিত্ব করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র ও গবেষক এবং বিভিন্ন সংস্থার মানবাধিকার কর্মীরা সেমিনারে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোস্টকার্ডের মাধ্যমে ১ লাখ গণঅভ্যুত্থানকেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ
নাটোরে চলনবিলে অবমুক্ত ৮টি টিয়া
ঝিনাইদহে জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণ সভা
ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শোক আর শ্রদ্ধায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে স্মরণ
রাজশাহীতে জুলাই শহীদ দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল
সোনাইমুড়িতে বাসে যাত্রী মারধরের ঘটনায় ২ জন গ্রেফতার
লালমনিরহাটের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান কলা চাষিদের 
পিরোজপুরে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন’ প্রতিযোগিতা
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলায় পাথর নিক্ষেপকারী রিজওয়ানকে পটুয়াখালী থেকে গ্রেফতার
১০