ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলা শনিবার উপকূলীয় অঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র দেশটির উপকূলীয় এলাকায় সামরিক রণতরী মোতায়েন করার পর এই মহড়া চালানো হলো, যার ফলে ওই অঞ্চলে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
রাজধানী কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের দাবির ভিত্তিতে ওয়াশিংটন ক্যারিবীয় অঞ্চলে সামরিক জাহাজ মোতায়েন করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনিজুয়েলা থেকে মাদক বোঝাই কমপক্ষে তিনটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে।
কারাকাস ‘সামরিক হুমকি’ বলে অভিহিত করে এই মার্কিন সামরিক মোতায়েনের নিন্দা জানিয়েছে।
উত্তর-পশ্চিম রাজ্য ফ্যালকন ও উত্তর-পূর্ব রাজ্য সুক্রেতে শনিবারের মহড়াটি প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতির জন্য সরকার নির্দেশিত একটি মহড়ার সঙ্গে মিলে গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারক ভিটিভি-এর ভিডিওতে দেখা গেছে, আরুবা থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি উপকূলীয় নগরীতে ভেনিজুয়েলাস ন্যাশনাল বলিভারিয়ান আর্মড ফোর্সেস (এফএএনবি) সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে।
এই মহড়ায় সমুদ্রে কামান নিক্ষেপ করা হয় ও উভচর যানবাহনগুলোকে নৌযান থেকে নামিয়ে তীরে নিয়ে যাওয়া হয়।
ট্রাকগুলোতে করে রাশিয়ার তৈরি পেচোরা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ওই এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেনাবাহিনী ত্রিনিদাদ ও টোবাগোর সীমান্তের কাছে একটি জনবসতিহীন দ্বীপ পাটোস দ্বীপ দখলের জন্য হেলিকপ্টার ও প্যারাট্রুপার মোতায়েন করে এই মহড়াও পরিচালনা করে।
ভেনিজুয়েলার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডার জেনারেল ডোমিঙ্গো হার্নান্দেজ লারেজ জানান, সুক্রেতে এফএএনবি’র একটি মাদকবিরোধী অভিযানে ৫ হাজার ২০০ জনেরও বেশি সৈন্য অংশ নেয়। এতে ৩০ জনকে গ্রেফতার ও ১০টি নৌকা জব্দ করা হয়।
শনিবারও সারা দেশে জরুরি মহড়া চালানো হয়, যার প্রথমটি ছিল ভূমিকম্প মহড়া ।
এই সপ্তাহের শুরুতে ৬.০ মাত্রার উপরে দেশের দুটি ভূমিকম্প হয়।