সাইবার হামলার পর জাগুয়ার ল্যান্ড রোভারকে ঋণ গ্যারান্টি দিল যুক্তরাজ্য

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বড় ধরনের সাইবার হামলার শিকার হওয়ার পর জাগুয়ার ল্যান্ড রোভারের নগদ মজুদ ও সাপ্লাই চেইনকে স্থিতিশীল রাখতে ১.৫ বিলিয়ন পাউন্ড (২ বিলিয়ন মার্কিন ডলার) সমপরিমাণ ঋণ গ্যারান্টি দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। 

দেশটির বাণিজ্যমন্ত্রীর বরাত দিয়ে লন্ডন থেকে এএফপি রোববার এ তথ্য জানিয়েছে।

গত ২ সেপ্টেম্বর জেএলআর জানিয়েছিল, তারা হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে। যার ফলে তাদের যুক্তরাজ্যের কারখানাগুলোতে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

বৃহস্পতিবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, পর্যায়ক্রমে পুনঃসূচনার অংশ হিসেবে তাদের আইটি সিস্টেমগুলো আংশিকভাবে অনলাইনে ফিরে এসেছে, তবে উৎপাদন কমপক্ষে ১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

সরকার ঘোষণা করেছে, তারা কোম্পানিটিকে  ১.৫ বিলিয়ন ইউরো পর্যন্ত আনলক করার জন্য ঋণের গ্যারান্টি প্রদান করবে, যা এ ঋণ গ্যারান্টি জেএলআরের জন্য সর্বোচ্চ ১.৫ বিলিয়ন পাউন্ড পর্যন্ত তহবিল সংগ্রহের সুযোগ করে দেবে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে নিশ্চিত করবে। 

এই পদক্ষেপের অর্থ এই নয় যে সরকার সরাসরি ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জেএলআরকে অর্থ ঋণ দেবে। ঋণের পরিবর্তে, একটি সরকারি ঋণ সংস্থা একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণের গ্যারান্টি প্রদান করবে, যা পাঁচ বছরের মধ্যে পরিশোধ করা হবে।

বাণিজ্যমন্ত্রী পিটার কাইল বলেছেন, এই সাইবার আক্রমণ কেবল একটি আইকনিক ব্রিটিশ ব্র্যান্ডের ওপরই নয়, বরং আমাদের বিশ্ব-নেতৃস্থানীয় মোটরগাড়ি খাত এবং এর ওপর নির্ভরশীল পুরুষ ও নারীদের ওপরও ছিল।

সাইবার গ্যাংগুলি ক্রমবর্ধমানভাবে বিলাসবহুল ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যার মধ্যে ব্রিটেনের মার্কস অ্যান্ড স্পেন্সার, হ্যারডস ও কো-অপ ফুড চেইনও রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০