শিরোনাম
বগুড়া, ২১ মার্চ, ২০২৪ (বাসস) : বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে সিরাজুল ইসলাম জেমস (১৬) ও সোহানুর রহমান (১৫) মারা যায়।
নিহত সিরাজুল ইসলাম জেমস নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর পশ্চিম পাড়ার মুক্তার রহমানের ছেলে । অপর কিশোর সোহানুর রহমান একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে। মোটর সাইকেলের তৃতীয় আরোহী রাশেদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম জাহাঙ্গীর রহমান।
কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, বৃহস্পতিবার বিকালে তিন কিশোর মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। বিকাল ৩ টার দিকে কাহালু উপজেলার জামগ্রাম মালঞ্চা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সোহানুর রহমান ও সিরাজুল ইসলাম জেমস মারা যায়। নিহত দুইজনের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।