মাগুরায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১২:৩০
মাগুরায় ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা। ছবি : বাসস

মাগুরা, ২০ জানুয়ারি ২০২৫ (বাসস) :  ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে এক সচেতনতামূলক কর্মশালা আজ জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সিভিল সার্জনের উদ্যোগে "তারুণ্যের উৎসব ২০২৫"- এর অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা সিভিল সার্জন ডা. শামীম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম।

মোঃ অহিদুল ইসলাম বলেন, ‘নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন অত্যাবশ্যক।’  

পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম বলেন, ব্রেস্ট ক্যান্সার একটি নিরব ঘাতক। যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রতিরোধ করা সম্ভব। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিটি নারীকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে। 

সিভিল সার্জন ডাঃ শামীম কবীর বলেন, "এই কর্মশালার মূল লক্ষ্য ব্রেস্ট ক্যান্সার বিষয়ে নারীদের সচেতন করে তোলা এবং তাদের স্বাস্থ্যের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করা। প্রতিটি নারীকে তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং সন্দেহজনক কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে এই নীরব ঘাতকের ঝুঁকি কমানো সম্ভব।"  

কর্মশালায় স্বাস্থ্যকর্মী, নার্স এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ তথ্যচিত্র প্রদর্শন এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সূর্যবংশীর রেকর্ড গড়া ম্যাচে হারল রাজস্থান
বিগত তিন নির্বাচনে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এনসিপি’র
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
১০