ঢাকা, ৫ আগষ্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গতকাল দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-মো. কামাল ওরফে বাবুল আকন্দ (৩৭) ও মো. সাজিম (৩১)।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার কলেজ রোড এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে বলে জানতে পারে।
পরে রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর থানার একটি দল অভিযান চালিয়ে কামাল ও সাজিমকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।