নেত্রকোণায় গণঅভ্যুত্থান দিবস পালিত 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:১৭
নেত্রকোণায় গণঅভ্যুত্থান দিবস পালিত। ছবি: বাসস

নেত্রকোণা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৯ টায় জেলার সদর উপজেলার মদনপুরের নন্দীপুর গ্রামে গনঅভ্যুত্থানে শহীদ রমজানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 

জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও শহীদ রমজানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা শহরের মোক্তারপাড়ায় মগরা সেতুসংলগ্ন নির্মাণাধীন জুলাই গনঅভ্যুত্থান স্মরণে স্মৃতিস্তম্ভ থেকে একটি বিজয় র‌্যালি বের হয় এবং পাবলিক হলের সামনে এসে তা শেষ হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই বিজয় র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

র‌্যালি শেষে সবাই জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবারের সদস্য  ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে জেলা প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, শহিদ রমজানের পিতা লিটন মিয়া, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ, মুফতি নুরুল ইসলাম হাকিমি, জেলা জজকোর্টের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহি, ছাত্র প্রতিনিধি শেখ হাসনাত জনি, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব তারিক জামিল ফায়েজী, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সজীব সরকার রতন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনাসভা শেষে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে জেলার ১৭ জন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ির ‘গুণী শিক্ষক’ রুপার চলার পথে রচিত হয়েছে সোনালি স্বপ্নগাথা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বগুড়া বিএনপি’র কর্মসূচি
সম্মেলনে মধ্য এশিয়ার ‘অবিশ্বাস্য সম্ভাবনার’ প্রশংসায় ট্রাম্প
চট্টগ্রামে ২৬ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে নতুন সম্ভাবনা
নেত্রকোনায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
পটুয়াখালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১০