নেত্রকোণায় গণঅভ্যুত্থান দিবস পালিত 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:১৭
নেত্রকোণায় গণঅভ্যুত্থান দিবস পালিত। ছবি: বাসস

নেত্রকোণা, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৯ টায় জেলার সদর উপজেলার মদনপুরের নন্দীপুর গ্রামে গনঅভ্যুত্থানে শহীদ রমজানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 

জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও শহীদ রমজানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় জেলা শহরের মোক্তারপাড়ায় মগরা সেতুসংলগ্ন নির্মাণাধীন জুলাই গনঅভ্যুত্থান স্মরণে স্মৃতিস্তম্ভ থেকে একটি বিজয় র‌্যালি বের হয় এবং পাবলিক হলের সামনে এসে তা শেষ হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই বিজয় র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

র‌্যালি শেষে সবাই জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ পরিবারের সদস্য  ও জুলাই যোদ্ধাদের নিয়ে সম্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে জেলা প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, শহিদ রমজানের পিতা লিটন মিয়া, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ, মুফতি নুরুল ইসলাম হাকিমি, জেলা জজকোর্টের জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহি, ছাত্র প্রতিনিধি শেখ হাসনাত জনি, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব তারিক জামিল ফায়েজী, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি সজীব সরকার রতন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আলোচনাসভা শেষে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে জেলার ১৭ জন শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজয়ের অপেক্ষায় নেত্রকোণার রুদ্রদের নিরন্তর ছুটে চলা
সুনামগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজনৈতিক দলগুলোর পৃথক কর্মসূচি 
শোক-শ্রদ্ধায় চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন
খাগড়াছড়িতে গণঅভ্যুত্থাণে শহীদ মজিদ হোসেনকে শ্রদ্ধায় স্মরণ
নানা আয়োজনে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বিজয় র‌্যালি ও আলোচনা সভা 
সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান
জয়দেবপুর রেলস্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন
সন্দ্বীপে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ২
১০