সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে ১৩ শহীদের কবরে জেলা প্রশাসনের শ্রদ্ধা 

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৭:১৫
সিরাজগঞ্জে গণঅভ্যুত্থানে ১৩ শহীদের কবরে জেলা প্রশাসনের শ্রদ্ধা। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলায় আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের ১৩ শহীদের কবর জিয়ারত ও তাদের করবে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার প্রথমে সকাল ৯ টায় মালসাপাড়া পৌর কবরস্থানে শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমন সেখের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। 

পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, শহীদ সুমন সেখের পিতা মো. গোনজের আলী, বিএনপি জাতীয় নির্বাহীর কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

এরপর সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জে প্রথম শহীদ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জুর কবরের অনুরূপভাবে পুষ্পস্তবক অর্পণ ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

একই সময় জেলার বেলকুচি, রায়গঞ্জ, শাহজাদপুর, চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব স্ব এলাকার কবরস্থানে শহীদ শিহাব উদ্দিন প্রামানিক, জাহাঙ্গীর আলম, লেবু, নজরুল ইসলাম, শিহাব আহম্মেদ, সিয়াম হোসেন, ইয়াহিয়া আলী, অন্তর ইসলাম, সুজন মাহমুদ ও মনিরুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সাথে সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের বৈঠক
পার্বতীপুরে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামানের গণসংযোগ
রাবার শিল্প উন্নয়নে চাষিদের ভূমিকা অনন্য : ভূমি সচিব
ডিএমপির ভ্রাম্যমাণ আদালত ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে
ডাকসু নির্বাচনের ফেস্টুন ফেলে দেয়া ও ছবি বিকৃতি : ছাত্রশিবিরের উদ্বেগ
রাবিতে ‘জুলাই গণঅভ্যুত্থান আগস্ট বিপ্লব’ গ্রন্থের মোড়ক উন্মোচন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে বিদ্যুৎ বন্ধ
নওগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি
স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে কাজী নজরুলের কবিতা-গান মানুষকে উজ্জীবিত করেছে : তারেক রহমান
মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে গুরুত্বারোপ
১০